• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

'স্বপ্নের স্মার্ট মনোহরদী গড়ে তোলবো'

  • ''
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০২৪

নরসিংদী প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক।রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট মু. ফজলুল হক।

এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মুহা. ফজলুল হক বলেন, দীর্ঘদিন ধারে উপজেলা পরিষদ চেয়ারম্যান সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের সমন্বয় না থাকায় এ উপজেলায় উন্নয়ন কাজ কম হয়েছে। মন্ত্রী মহোদয়ের সম্মতিক্রমে দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দিতা করছি। সৎ মানুষ হিসেবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই।যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আগামীতে এক সাথে সকলের সমন্বয়ে কাজ করবো। সেজন্য সবাই আমাকে সহযোগিতা করবেন। স্মার্ট মনোহরদী গড়াই আমার স্বপ্ন।

তবে বর্তমানে মন্ত্রীর স্বজনপ্রীতির বিষয়টি উপস্থাপন করতে গিয়েও রাজনৈতিক কারণ বিবেচনায় এড়িয়ে যান তিনি।তবে মন্ত্রিপুত্র কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর সমর্থন নির্বাচনে ভূমিকা রাখবে বলে আশাবাদী এই প্রবীণ রাজনীতিবীদ।

এসময় উপস্থিত ছিল, উপজেলা কৃষকলীগের সভাপতি রমজান আলী, যুবলীগের সহ সভাপতি রুপন, খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ফজলুল হক বণ্যার্ঢ রাজনীতিক জীবনের অধিকারী। ১৯৬২ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনীতি শুরু হল। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে তিনি কিশোরগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, জিল্লুর রহমান ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এর নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের পর তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি নরসিংদী জেলা আইনজীবী সমিতির দুই বার সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১ সাল থেকে এ পর্যন্ত মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads